ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জামালপুরে ধর্ষণের পর হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
জামালপুরে ধর্ষণের পর হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার

জামালপুর: জামালপুরের মেলান্দহে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলার ২৯ দিন পর পলাতক আসামি রাসেল খানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ এর একটি দল৷ 

শুক্রবার (৮ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে র‌্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্প।

গ্রেপ্তার রাসেল খান মেলান্দহ থানার সুলতান খালি গ্রামের বাবুল খানের ছেলে।

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা মেলান্দহ উপজেলার দুরমুট এলাকায় একাই বসবাস করতেন সেনা সদস্য আব্দুল সালামের স্ত্রী শাহিদা আক্তার। গত ১১ সেপ্টেম্বর সকালে নিজ ঘরে শাহিনা আক্তারকে চোখ, হাত-পা বাঁধায় মৃত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। প্রাথমিকভাবে ধারণা করা হয় ডাকাতি করতে এসে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ঘটনার পরদিন নিহতের ভাই মুঞ্জুরুল ইসলাম মেলান্দহ থানায় একটি মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতে ছায়া তদন্তে ও গোয়েন্দা নজরদারির মধ্যে ঘটনার ২৯ দিন পর গত রাতে সদর থানার পলাশীগর থেকে সন্দেহভাজন পলাতক আসামি রাসেল খানকে আটক করে৷ 

র‌্যাব-১৪ সিপিসি-২ এর সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী জানান, আসামিকে জামালপুর জেলার মেলান্দহ থানায় মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া তাদের অভিযান অব্যাহত রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।