ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে জুয়েলারি ব্যবসায়ী হত্যায় জড়িতদের গ্রেপ্তার-দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বাজুসের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
লক্ষ্মীপুরে জুয়েলারি ব্যবসায়ী হত্যায় জড়িতদের গ্রেপ্তার-দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বাজুসের

ঢাকা: লক্ষ্মীপুরে জুয়েলারি ব্যবসায়ী হিরালাল দেবনাথ (৫৮) হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শনিবার (৯ নভেম্বর) বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৮ নভেম্বর) লক্ষ্মীপুর সদর উপজেলার হামছাদী ইউনিয়নের কাজীর দীঘির পাড়ের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী মাতৃ শিল্পালয়ের স্বত্বাধিকারী হিরালাল দেবনাথ আনুমানিক রাত ৮টায় দোকান বন্ধ করে নিজ বাড়িতে যাওয়ার সময় তিনজন দুষ্কৃতকারী পথরোধ করে এবং তার সঙ্গে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে তার মৃত্যু হয়।  

এ হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা, জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাজুস। এ বিষয়ে প্রশাসনের জোরালো হস্তক্ষেপ কামনা করা হয়।

একইসঙ্গে দেশের জুয়েলারি প্রতিষ্ঠান ও স্বর্ণ ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও দাবি জানিয়েছে বাজুস।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৪
জিসিজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।