ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্বৈরাচারের দোসর উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
স্বৈরাচারের দোসর উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার দাবি

রাজশাহী: সরকারি ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং ছাত্র-জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী শাখার প্রতিনিধিরা।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা প্রথমে রাজশাহী মহানগরীর তালাইমারি পয়েন্ট গণজমায়েত করেন।

বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হলে সেখানে বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

এ সময় তারা বলেন, বাংলাদেশের সব বৈষম্য দূরীকরণে যেই বিপ্লব সংগঠিত হয়েছে তার ফলাফল ‘শূন্য’ হতে চলেছে। কারণ বর্তমানে সরকার একইভাবে বৈষম্য জারি রেখে চলছে। এই সরকারকে কেন নির্দিষ্ট কোন বিভাগ থেকে এত সংখ্যক উপদেষ্টা দিতে হবে। বৈষম্যবিরোধী আন্দোলনে তো দেশের প্রতিটি বিভাগের মানুষই অংশ নিয়েছে।

এ সময় শিক্ষার্থীরা অবিলম্বে স্বৈরাচারের দোসর উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার দাবি জানান। নাহলে সামনে আরও দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।

প্রতিবাদ কর্মসূচি চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার, সাব্বির হোসেন, রাশেদ রাজন, মো. রাতুলসহ অনেকে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এসএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।