জামালপুর: জামালপুরের মেলান্দহে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। তাদের জেলা সদরসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের মেলান্দহের নয়ানগর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- আজাহার আলী (৭০), লাদেন (২০), হারুণ উর রশিদ (৬০), ওয়াজ (৪৫), মোহাম্মদ আলী (৪৫) ও সাদ্দান হোসেন (২৬) ও মুর্শিদা বেগম (৩৫)। সবাই ইসলামপুর উপজেলার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, রাতে ইসলামপুর উপজেলা থেকে জামালপুরগামী দিয়া-নিশা এন্টারপ্রাইজ নামে একটি বাস নয়ানগর বাজার পৌঁছালে অপরদিক থেকে আশা একটি মাহিন্দ্রার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা যাত্রীসহ সাতজন গুরুতর আহত হন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে মেলান্দহ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত আছেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় এখনো কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। উভয় গাড়ির চালক পলাতক রয়েছেন।
বাংলাদেশ সময়: ০৮৪২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
আরবি