ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে ছেলের দায়ের কোপে বাবা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
নীলফামারীতে ছেলের দায়ের কোপে বাবা নিহত

নীলফামারী: নীলফামারীর ডোমারের চিলাহাটিতে তুচ্ছ ঘটনায় ছেলের হাতে বাবা খুন হয়েছেন।  বুধবার (১৩ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটি প্রামাণিক পাড়ায় এ ঘটনা ঘটে।

 

নিহত রবিউল ইসলাম (৫০) ওই গ্রামের বাসিন্দা ও ঘাতক সিদ্দিকের বাবা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ধান ও খড় রাখা নিয়ে রবিউল ইসলামের সঙ্গে তার ছেলে সিদ্দিকের কথা কাটাকাটি হয়। এ সময় ছেলে সিদ্দিক ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ধারালো দা এনে তার বাবার কোমরে ও কাঁধে কোপ মারে। এতে রবিউল গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, বাবাকে হত্যা করার পর ছেলে সিদ্দিক পালিয়ে গেছে। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।