ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মিরপুরে দুই ছেলেকে গলা কেটে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
মিরপুরে দুই ছেলেকে গলা কেটে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা

ঢাকা: রাজধানীর পল্লবী ব্যাপারী মার্কেট এলাকায় রোহান (৭) মুছা (৩) নামে দুই ছেলেকে গলা কেটে হত্যার পর তাদের বাবা আত্মহত্যার চেষ্টা করেছেন।  

ঘাতক বাবার নাম আহাদ মিয়া (৪০)।

পেশায় রিকশাচালক তিনি। ফরিদপুর বোয়ালমারী উপজেলার একটি গ্রামের বাসিন্দা আহাদ মিয়া।  

শনিবার (১৬ নভেম্বর) সকালে মিরপুর পল্লবী ব্যাপারীপাড়া এলাকার একটি বাড়ির নিচতলায় এই হত্যাকাণ্ড ঘটে।  

পরে ৯৯৯ নাইনের মাধ্যমে সংবাদে পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুই শিশুর দেহ আর ঘাতক বাবাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। আর মুমূর্ষু অবস্থায় তাদের বাবাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্লবী থানার উপ পরিদর্শক (এসআই) সোহান মোল্লা।  

তিনি জানান, বিস্তারিত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। নিহত দুই শিশুর মা বাসায় অবস্থান করছে। তবে তাদের বাবা ঢাকা মেডিকেল হাসপাতালে নাক কান গলা বিভাগে চিকিৎসাধীন।

পুলিশ কর্মকর্তা সোহান মোল্লা আরও জানান,নিহত দুই শিশুর বাবা আহাদ মিয়া পেশায় রিকশা চালানোর পাশাপাশি যখন যেটা পেতেন সেটাই করেন। জানা যায়, আহাদ আজ সকালে তার মাকে ফোন দিয়ে বলেন,তার মানসিক অবস্থা ভালো না। দেনা-পাওয়া ও সাংসারিক কারণে তিনি খুবই চাপে আছেন। তাই তিনি আর বাঁচতে চান না।

ঘটনার সময় শিশুটির মা বাইরে ছিলেন, অন্যের বাসায় কাজ করছিলেন তিনি - জানান  পুলিশের এই কর্মকর্তা।

ঢাকা মেডিকেল হাসপাতালে নাক কান গলা বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, আহাদ মিয়ার শ্বাসনালি কাটা পড়েছে। অপারেশন চলছে। তার অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।