ঢাকা: রাজধানীতে চোরাই মোটরসাইকেল কেনাবেচার সময় দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাদের কাছ থেকে দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, বুধবার (২০ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে রাজধানীর মাতুয়াইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবির ওয়ারী বিভাগ। তাদের নামে ডিএমপির যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে।
ঘটনার বিস্তারিত সম্পর্কে তিনি বলেন, ঢাকা মহানগরে অভিযান পরিচালনার সময় ডিবি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় ব্যক্তি মাতুয়াইল গোল্ডেন ব্রিজ এলাকায় চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত সোয়া ৯টায় সেখানে অভিযান চালিয়ে সরোয়ার ও আবিরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে রেজিস্ট্রেশনবিহীন একটি পুরাতন কালো রঙের টিভিএস আরটিআর ১৫০ সিসি এবং একটি পুরাতন সাদা পেস্ট রঙের রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ে জড়িত। তারা অন্যান্য পলাতক সহযোগীদের সহায়তায় বিভিন্ন এলাকা থেকে চোরাই মোটরসাইকেল নিয়ে এসে ক্রয়-বিক্রয় করে। পলাতক সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
এসসি/এএটি