নওগাঁ: নওগাঁর পত্নীতলা উপজেলায় কম্পিউটার ব্যবসায়ী সুমন হোসেন (২৩) হত্যা মামলার প্রধান আসামি বুলবুল হোসেনকে (৩৫) গ্রেপ্তার করছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান।
এর আগে এদিন ভোরে গাজীপুরের কোনাবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বুলবুল একই জেলার পত্নীতলার গাহন গ্রামের আব্দুল করিমের ছেলে।
নিহত সুমন জেলার মহাদেবপুর উপজেলার বিলছাড়া চকপাড়া গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে।
সংবাদ সম্মেলনে গাজিউর রহমান জানান, গত ১৭ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুকে আইডিতে লাইভে এসে সুমন দাবি করেন, বুলবুল হোসেনের কাছ থেকে সুদের ওপর ৭০ হাজার টাকা ঋণ নেন। এই ঋণের টাকা দেওয়ার সময় বুলবুল তার কাছ থেকে স্বাক্ষর করা ফাঁকা স্ট্যাম্পও নেন। সেই টাকা বাড়তে বাড়তে ১০ লাখ টাকা হয়ে যায়। এটা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল এবং সুমনকে চাপও দিচ্ছিলেন বুলবুল। সেই টাকাই সুমন রাতে মহাদেবপুর উপজেলা থেকে নিয়ে যাচ্ছিলেন। এ সময় রাস্তার মাঝখানে বুলবুল তার কিছু লোক দিয়ে তাকে ধাওয়া করে মেরে ফেলার চেষ্টা করছেন বলে লাইভে বলেন। এরপর একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
তিনি আরও জানান, এ ঘটনার পর থেকে বুলবুল পালিয়ে বেড়ান। গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে গাজীপুরের কোনাবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে বুলবুল এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছেন। তবে তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। তারপর জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা কারা জড়িত এবং মূল কারণ বেরিয়ে আসবে।
সংবাদ সম্মেলনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
এসআরএস