ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে বাসায় মিলল স্বামী-স্ত্রী ও দুই সন্তানের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
ভৈরবে বাসায় মিলল স্বামী-স্ত্রী ও দুই সন্তানের মরদেহ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একটি বাসা থেকে স্বামী, স্ত্রী, ছেলে ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলা সদরের রাণীর বাজার শাহী মসজিদ এলাকার একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

 

বাসায় ফাঁসিতে ঝুলেছিল স্বামীর মরদেহ, মেঝেতে পড়েছিল স্ত্রীর গলাকাটা মরদেহ এবং বিছানায় ছিল ছেলে দ্রুব ও মেয়ে কথার মরদেহ।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলা সদরের রাণীর বাজার শাহী মসজিদ এলাকার একটি বাসায় চারজনের মরদেহ থাকার খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়।  

মরদেহগুলোর মধ্যে রয়েছে স্বামী জনি বিশ্বাস (৩২), তার স্ত্রী নিপা বিশ্বাস (২৬), ছেলে দ্রুব বিশ্বাস (৭) ও মেয়ে কথা বিশ্বাস (৫)। ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ওই বাসার সামনে ভিড় করছেন।  

এ প্রসঙ্গে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ পাওয়া যায়। এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি, পুলিশ তদন্ত করছে।  

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।