ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পড়াশোনার পাশাপাশি সফট স্কিল অত্যন্ত জরুরি: খুবি উপাচার্য

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
পড়াশোনার পাশাপাশি সফট স্কিল অত্যন্ত জরুরি: খুবি উপাচার্য

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেছেন, বিশ্ব যে দ্রুত গতিতে পরিবর্তন হচ্ছে এবং প্রযুক্তিগত দিক দিয়ে উন্নত বিশ্বের দেশগুলো যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে আমাদের পিছিয়ে থাকার সুযোগ নেই। প্রযুক্তিগত এই পরিবর্তনের সাথে আমাদের দ্রুত খাপ খাওয়াতে হবে।

বিশেষ করে চাকরির বাজারে টিকে থাকতে শিক্ষার্থীদের অবশ্যই পড়াশোনার পাশাপাশি সফট স্কিল অর্জন করতে হবে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের আয়োজনে ‘ইডিজিই-কেইউসিএসই ডিজিটাল স্কিল ট্রেনিং’ এর ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মো. আশরাফুল আলম। আরো বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, সিএসই ডিসিপ্লিন প্রধান (চলতি দায়িত্ব) প্রফেসর ড. এস এম রফিজুল হক। সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ট্রেনিং প্রোগ্রামের কো-অর্ডিনেটর প্রফেসর ড. শেখ আলমগীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এস এম মাসুম বিল্লাহ। এ সময় ট্রেনিং প্রোগ্রামে অংশ নেওয়া তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতাধীন এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক বাস্তবায়নাধীন ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ (ইডিজিই) প্রকল্পের মাধ্যমে এ প্রোগ্রামটি বাস্তবায়ন হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
এমআরএম/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।