ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা নির্যাতন

মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান তদন্ত কর্মকর্তা এসা এম্বে ফাল জানিয়েছেন, রোহিঙ্গা নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের প্রেক্ষিতে মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।  

আইসিসির  প্রধান প্রসিকিউটর করিম এ এ খান এই আবেদন করেছেন।

 

বুধবার (২৭ নভেম্বর) রাজধানীর  হোটেল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে  এ তথ্য জানানো হয়।

আইসিসির প্রধান প্রসিকিউটর করিম এ এ খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে। সফরের প্রেক্ষিতে এই  সংবাদ সম্মেলনের আয়োজন করে আইসিসি। এতে আইসিসির প্রধান প্রসিকিউটর  করিম এ এ খানের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করা হয়।

এক প্রশ্নের উত্তরে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান তদন্ত কর্মকর্তা এসা এম্বে ফাল জানান, মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে কি না, সে সিদ্ধান্ত নেবে আইসিসি।

অপর এর প্রশ্নের উত্তরে তিনি জানান, কবে নাগাদ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি, সেটা এখন বলা সম্ভব নয়।  তবে আদালতে বিষয়টি নিষ্পত্তি হতে ৬ থেকে ৭ মাস সময় লাগতে পারে।

এসা এম্বে ফাল জানান, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো টেকনিক্যাল সহায়তা চাইলে আইসিসি সহায়তা দেবে।

উল্লেখ্য, আইসিসির প্রধান প্রসিকিউটর করিম আহমেদ খানের নেতৃত্বে ২৫ নভেম্বর চার দিনের সফরে বাংলাদেশে এসেছে। সফরকালে প্রতিনিধিদল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এছাড়া তারা  প্রধান উপদেষ্টা  ও পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করবে।  

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
টিআর/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।