ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৪
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা

খাগড়াছড়ি: পার্বত্য চট্টগ্রাম চুক্তি সইয়ের ২৭তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সেনাবাহিনীর খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জোনের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা ও চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) সকালে জোন সদরে এ সহায়তা দেন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান।

 

এ সময় পরীক্ষার ফরমফিলাপের জন্য নগদ অর্থ, জামে মসজিদের জন্য ঢেউটিন, মাটিরাঙ্গা থিয়েটারে হারমোনিয়াম, কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া অসহায় শীতার্তদের মাঝে ১শ’টি কম্বল বিতরণ করা হয়।

একইদিনে মাটিরাঙ্গা জোনের আওতাধীন বাইল্যাছড়ি স্কুলপাড়া এবং গুইমারা উপজেলা এলাকায় স্থানীয় প্রায় ৬শ পাহাড়ি ও বাঙালিদের চিকিৎসাসেবা দেওয়া হয়। এ সময় জোনের উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২৪
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।