মাদারীপুর: জেলার শিবচরে ট্রেনের ধাক্কায় খালার কোলে থাকা ১১ মাস বয়সী শিশু আয়শা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে ঢাকার পঙ্গু হাসপাতালে মৃত্যু হয় তার।
এদিকে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই খালা মিথিলা আক্তার (১৪) মারা যান।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে শিবচরের পাঁচ্চর রেল সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নিকটাত্মীয় (সম্পর্কে মামা) দিদার শিকদার নামে এক ব্যক্তি বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ৪ ডিসেম্বর বিকেলে খালা মিথিলা আক্তার কোলে করে শিশু আয়শাকে নিয়ে রেল লাইনে ওঠে। এ সময় ছবি তুলতে গেলে রাজশাহীগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মিথিলার মৃত্যু হয় এবং হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় আয়শাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে শিশুটির মৃত্যু হয়।
আয়শা মাদবরেরচর ইউনিয়নের নাসিরেমোড় এলাকার সুজন মিয়ার মেয়ে।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৪
এসআরএস