ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নদী ভরাটে বাধাপ্রাপ্ত হচ্ছে ইলিশের চলাচল: উপদেষ্টা ফরিদা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
নদী ভরাটে বাধাপ্রাপ্ত হচ্ছে ইলিশের চলাচল: উপদেষ্টা ফরিদা কথা বলছেন উপদেষ্টা ফরিদা আখতার।

ঢাকা: নদী ভরাট করার কারণে ইলিশের চলাচল বাধাপ্রাপ্ত হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। শনিবার (ডিসেম্বর) মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘জলবায়ু ন্যায্যতা সমাবেশের’ উদ্বোধন অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা ফরিদা বলেন, জলবায়ু পরিবর্তন বলি আর জলবায়ুর ন্যায্যতা অধিকারের কথা বলি, অনেক সময় মনে হয় এটা শুধুই পরিবেশের বিষয়। আবার পরিবেশ বলতেও আমরা খুব সংকীর্ণভাবে বুঝি। আসলে এটা শুধুই এককভাবে পরিবেশের বিষয় নয়। এটা আমাদের জীবন জীবিকার বিষয়। আমাদের কৃষি ও মৎস্যসহ আরও যত জীবন জীবিকা আছে, তার সাথে যুক্ত।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, এবার আমরা যখন ইলিশ বিষয়ে খোঁজখবর নিচ্ছিলাম। আমাদের বিজ্ঞানীরা বললেন, আমরা এবছর দেখা যাচ্ছে যে ইলিশ মাছের পেটে ডিম কম আসছে। সময় মতো বৃষ্টি না হওয়ার কারণে এটা হয়েছে। এটা শুধু ইলিশের ক্ষেত্রে নয় অন্যান্য মাছের ক্ষেত্রেও নিশ্চয়ই এমনটা ঘটেছে।  

তিনি আরও বলেন, ইলিশ মাইগ্রেট্রি ফিশ। ইলিশ মাছ সমুদ্র থেকে পদ্মা, মেঘনায় আসতে এবং ফিরতেও বাধা পাচ্ছে। কেন বাধা পায় নদী দখল হয়ে বসে আছে, নদী ভরাট হয়ে গেছে। এসব নদীগুলোকে যদি ইলিশের চলাচলের রাস্তা করে দিতে না পারি, তাহলে কি হবে?

হাওরের প্রসঙ্গ উল্লেখ করে উপদেষ্টা বলেন, হাওরে দেখছি আরও খারাপ অবস্থা। ইটনা মিঠামইনে বিশাল একটা রাস্তা করে দেওয়া হয়েছে। এর ফলে পরিবেশের ক্ষতিতো বটেই এমনকি মাছের চলাচলের রাস্তা আর নেই। পানির প্রবাহ যদি বন্ধ করে দেওয়া হয়, সেটার ওপরে আপনি যতই আলপনা আঁকেন না কেন, মানুষের কোনো উপকার হবে না। আমরা সড়ক পরিবহন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে কথা বলছি, ওই রাস্তায় পানি প্রবাহের ব্যবস্থা করে দিতেই হবে। এটা ছাড়া ওই হাওর বাঁচানো সম্ভব না। হাওর আমাদের বাঁচাতেই হবে।    

আয়োজক কমিটির সভাপতি ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) উপদেষ্টা ড. মুজিবুর রহমান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৪
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।