ঢাকা: অতিরিক্ত সচিব মোহাম্মদ হোসেন ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএসএ)।
রোববার (৮ ডিসেম্বর) ঢাকাস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
অ্যাসোসিশনের সদস্যদের পক্ষ থেকে পাঠানো এক শোক বার্তায় স্বাক্ষর করেন সংগঠনের মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমান ও সভাপতি ড. মো. আনোয়ার উল্ল্যাহ।
শোক বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্য, বিসিএস (প্রশাসন) ক্যাডারের একাদশ ব্যাচের কর্মকর্তা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মোহাম্মদ হোসেন ভূঁইয়ার মৃত্যুতে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন গভীরভাবে শোকাহত।
এতে আরও বলা হয়, তিনি ১৯৯০ স্বৈরাচার আন্দোলন ও ২০২৪ সালের আগস্ট মাসে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে বিশেষ ভূমিকা রেখেছিলেন। তার ব্যাচমেটরা অনেকেই সচিব ও সিনিয়র সচিব হওয়া সত্ত্বেও তিনি দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত ছিলেন। বর্তমান অন্তর্বর্তী সরকার গত ২৫ আগস্ট, ২০২৪ তাকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি ও আর্থিক সুবিধা দিয়ে সম্মানিত করেছেন।
শোক বার্তায় বলা হয়, মোহাম্মদ হোসেন ভূঁইয়া একজন সৎ, দক্ষ, অমায়িক ও আকর্ষণীয় গুণাবলি সম্পন্ন কর্মকর্তা হিসেবে সবার কাছে সমাদৃত ছিলেন। তার মৃত্যুতে দেশ ও জাতি একজন মহান ব্যক্তিকে হারাল। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি এবং পরম করুণাময়ের কাছে তার আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতবাসী করুন।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
জিসিজি/আরবি