ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কফিনে ফিরলেন বিশ্বনাথের ২ বাসিন্দা, এলাকায় শোকের মাতম 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
কফিনে ফিরলেন বিশ্বনাথের ২ বাসিন্দা, এলাকায় শোকের মাতম  কয়েছ মিয়া ও রাসেল আহমদ

সিলেট: কুয়েতে বসবাসরত সিলেটের বিশ্বনাথের দুই বাসিন্দার তাবুর ভেতর জেনারেটর ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে মারা গেছেন। তারা সম্পর্কে শ্যালক-দুলাভাই।

 

নিহতরা হলেন, বিশ্বনাথ পৌর এলাকার নরশিংপুর গ্রামের মৃত হাজী মনা উল্লাহর ছেলে কয়েছ মিয়া (৪৪) ও উপজেলার শাখারীকোনা গ্রামের আব্দুল গৌছের ছেলে রাসেল আহমদ (২৯)।

রোববার (৮ ডিসেম্বর) দুই প্রবাসীর মরদেহ দেশে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।  

নিহতের স্বজনদের বরাত দিয়ে স্থানীয় সূত্র জানায়, কয়েছ মিয়া কুয়েতের মরুভূমিতে একটি তাবুর মধ্যে বসবাস করতেন। গত মঙ্গলবার অসুস্থ কয়েছকে দেখভাল করতে আসেন তার শ্যালক রাসেল আহমদ। দেখাশোনার জন্য রাতে সেখানে থেকে যান রাসেল। রাতে অতি ঠান্ডার কারণে তাবুর ভেতরে জেনারেটরের মাধ্যমে হিটার চালিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুমন্ত অবস্থায় পার্শ্ববর্তীরা তাদের মরদেহ উদ্ধার করে আল সাবা হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের প্রতিবেদনে জানানো হয়, জেনারেটরের ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে তারা উভয়ে মারা যান।  

রোববার সকালে তাদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। দুপুর পৌনে ১২টার দিকে কয়েছ মিয়ার নামাজের জানাজা নরশিংপুর উত্তরের মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। রাসেল আহমদের মরদেহ শাখারীকোনা গ্রামে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।

পারিবারিক সূত্র জানায়, কয়েছ মিয়া দীর্ঘদিন থেকে সৌদি প্রবাসী। তার স্ত্রী এক ছেলে, এক মেয়ে রয়েছেন। ৩ মাস আগে ছুটিতে দেশ থেকে কুয়েত ফিরে যান। , রাসেল আহমদ ৪ বছর আগে কুয়েতে যান। তার ১৩ মাসের এক কন্যা সন্তান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।