ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

অগ্নিকাণ্ড প্রতিরোধে কড়াইল বস্তিতে ফায়ার সার্ভিসের গণসংযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
অগ্নিকাণ্ড প্রতিরোধে কড়াইল বস্তিতে ফায়ার সার্ভিসের গণসংযোগ

ঢাকা: রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের সচেতনতা বাড়ানোর লক্ষ্যে গণসংযোগ করেছে ফায়ার সার্ভিস।  

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টায় কড়াইল বস্তির এরশাদ মাঠ থেকে গণসংযোগ কার্যক্রম শুরু করা হয়।

শীতকালে অগ্নিকাণ্ডের সংখ্যা বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। অগ্নিপ্রতিরোধের অংশ হিসেবে সচেতনতা বাড়াতে এ গণসংযোগ পরিচালনা করা হয়।  

এ সময় ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন, সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক, ঢাকার বিভিন্ন জোনের জোনপ্রধান ও অন্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সকাল ৮টায় উপ-পরিচালক, সহকারী পরিচালক ও অন্য কর্মকর্তা-কর্মচারীরা কড়াইল বস্তির এরশাদ মাঠে উপস্থিত হয়ে বস্তিতে বসবাসকারী লোকজন একত্র করে অগ্নিকাণ্ডে করণীয় ও ফায়ার সার্ভিস আগুন নেভাতে আসলে কীভাবে সহযোগিতা করতে হবে সে সম্পর্কে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর কর্মকর্তা-কর্মচারীরা ১০টি টিমে ভাগ হয়ে বিভিন্ন গলিতে গমন করেন এবং বসবাসকারীদের অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ে বর্ণনা করেন।  

এ সময় সবাইকে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ সম্পর্কে অবগত করা হয়। কর্মকর্তাদের উপস্থিতিতে অনেকেই পরীক্ষামূলকভাবে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বরে ফোন করেন। পরে বস্তিবাসীদের এরশাদ মাঠে পুনরায় একত্র করে  আগুন লাগলে কীভাবে নেভাতে হবে সে বিষয়ে বাস্তব মহড়া প্রদর্শন করা হয়।  

গণসংযোগ বিষয়ে উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন বলেন, গণসংযোগ কার্যক্রম ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রতি শনিবার নিয়মিতভাবে করা হলেও শুধুমাত্র শীতকালকে সামনে রেখে আমরা ব্যাপকভাবে এ গণসংযোগ কার্যক্রমটি পরিচালনা করছি। যাতে মানুষের মধ্যে অগ্নিদুর্ঘটনা বিষয়ে সচেতনতা বাড়ে এবং দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা সম্ভব হয়।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।