ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ছবি: প্রতীকী

যশোর: যশোরের মণিরামপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরেক আরোহী।

 

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে যশোর-চুকনগর সড়কের চালকিডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোরের খড়কি এলাকার মুনসুর আলীর ছেলে হাফিজুর রহমান (৫৫) ও মনিরামপুরের হরেরগাতী গ্রামের আহাদ আলীর ছেলে আশরাফুল (১৫)। গুরুতর আহত ইমন হোসেনকে (২০) উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মণিরামপুর ফায়ার সার্ভিসের দলনেতা আমিনুল ইসলাম জানান, দুপুরে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল যশোরের দিকে যাচ্ছিল, অপরটি মণিরামপুরের দিকে ফিরছিল। এর মধ্যে একটি মোটরসাইকেলে দুজন ও অপরটিতে একজন আরোহী ছিলেন। চালকিডাঙ্গা সিটিকে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে মোটরসাইকেল দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনজনই সড়কের ওপর সিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই আশরাফুলের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত হাফিজুর ও ইমনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক হাফিজুরকে মৃত ঘোষণা করেন।

মনিরামপুর থানার উপ-পরিদর্শক হাসান আলী জানান, মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষের সময় ঘটনাস্থলের কাছাকাছি যশোরগামী একটি কাভার্ড ভ্যান ছিল। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল দুটির সংঘর্ষের পর আরোহীদের সঙ্গে কাভার্ড ভ্যানের ধাক্কা লাগে। সেই সন্দেহে স্থানীয়দের সহায়তায় কাভার্ড ভ্যান হেফাজতে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
ইউজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।