গাজীপুর: গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে ২০২৫ সালে অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমা নিয়ে দুপক্ষের পাল্টাপাল্টি আল্টিমেটাম ও উত্তেজনা বিরাজ করছে।
বিশ্ব ইজতেমা সফল ও আগামী ২০ ডিসেম্বর থেকে টঙ্গী ইজতেমা ময়দানে পাঁচদিনের জোড় ইজতেমায় মাওলানা সাদের উপস্থিতির দাবিতে রোববার (১৫ ডিসেম্বর) সকালে সচেতন ছাত্র সমাজের ব্যানারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি ও অবস্থান ধর্মঘট পালন করে সাদ অনুসারীরা।
মাওলানা সাদ অনুসারী মিডিয়া সমন্বয়ক আবু সায়েম জানান, আগামী ২০ ডিসেম্বর টঙ্গীর ময়দানে পাঁচদিনের জোড় ইজতেমার অনুমতি ও মাওলানা সাদকে আসার নিশ্চয়তা দেওয়ার দাবি জানিয়েছেন তারা। এছাড়া আগামী সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১২টার মধ্যে দাবি পূরণ না হলে পরের দিন মঙ্গলবার (১৭ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তারা।
এদিকে রোববার বিকেল ৩টার দিকে টঙ্গী কামারপাড়া রোড এলাকায় শুরায়ী নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারীরা উলামা মাশায়েখ ও তওহিদি জনতার ব্যানারে একটি প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে বক্তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী ও গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. নাজমুল করিম খানের অপসারণসহ বেশ কিছু দাবি জানান।
সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, ইজতেমা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী ও গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার নাজমুল করিম খান আওয়ামী লীগের দোসর। তাদের অপসারণ করতে হবে। সরকারি সিদ্ধান্ত মেনে আমরা ইজতেমার ময়দানে আছি। যেকোনো পরিস্থিতি সৃষ্টি হলে তার দায় ওই দুজনকে নিতে হবে।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
আরএস/আরবি