ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এবার পুলিশ একাডেমির ২৫ শিক্ষানবিশ এএসপিকে শোকজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
এবার পুলিশ একাডেমির ২৫ শিক্ষানবিশ এএসপিকে শোকজ

রাজশাহী: রাজশাহীর সারদায় থাকা বাংলাদেশ পুলিশ একাডেমিতে এবার প্রশিক্ষণরত ৪০তম বিসিএস ব্যাচের ২৫ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) কারণ দর্শানোর জন্য নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।  

রোববার (১৫ ডিসেম্বর) পুলিশ একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) তানভীর সালেহীন ইমন স্বাক্ষরিত এক আদেশে তাদের ব্যাখ্যা তলব করা হয়।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর এ বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গের কারণের অভিযোগে ব্যাখ্যা চেয়ে ২৫ শিক্ষানবিশ এএসপিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের কাছে এর জন্য ব্যাখ্যা তলব করা হয়েছে। তাদের ব্যাখ্যা আসার পর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। ’

এদিকে একজন শিক্ষানবিশ এএসপিকে দেওয়া শোকজের নোটিশ বলা হয়েছে, ‘প্রশিক্ষণ চলাকালে ২৬ নভেম্বর বিকেলে আরও কয়েকজনের সঙ্গে যোগসাজশ করে আপনি দৌড় না দিয়ে এলোমেলোভাবে হেঁটে চলা শুরু করেন। আপনাদের কারণে অন্যরা সঠিকভাবে দৌড়াতে পারছিলেন না। দৌড়ানোর কথা বলা হলেও আপনারা তাতে কর্ণপাত না করে কটূক্তিমূলক কথা বলেন। ফলে প্রশিক্ষণ কার্যক্রম চরমভাবে ব্যাহত হয়। এতে অন্যরা শৃঙ্খলা ভঙ্গে উৎসাহিত হয়। ’

ওই নোটিশে আরও বলা হয়, ‘আপনার এ ধরনের কার্যকলাপ ও আচরণ কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য, কর্তব্যে অবহেলা এবং শৃঙ্খলার পরিপন্থি, যা অসদাচারণের শামিল উল্লেখ করে এএসআই জহুরুল ইসলাম ব্যবস্থা নিতে অধ্যক্ষ বরাবর প্রতিবেদন দিয়েছেন। এ অবস্থায় এমন কার্যকলাপ ও আচরণের পরিপ্রেক্ষিতে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর কেন পাঠানো হবে না তার কারণ ব্যাখ্যাপূর্বক নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে লিখিত বক্তব্য দাখিলের জন্য নির্দেশ দেওয়া হলো। ’

এর আগে গত বছরের ২১ অক্টোবর ৪০তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত পুলিশ ক্যাডারের ৭১ জন কর্মকর্তার মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। এর মধ্যে একযোগে ২৫ জনই কারণ দর্শানোর নোটিশ পেলেন। গত ২০ অক্টোবর এদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারণ ছিল। এজন্য দেড় হাজারের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু আগের রাতে হঠাৎ সমাপনী কুচকাওয়াজ স্থগিত করে দেওয়া হয়। এরপর ২৪ নভেম্বর আবারও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের দিন ঠিক করা হয়। তবে ১৮ নভেম্বর আবারও কুচকাওয়াজ স্থগিত করা হয়।

ওইদিন বাংলাদেশ পুলিশ একাডেমিতে একইসঙ্গে ৪০তম ক্যাডেট উপ-পরিদর্শকদের (এসআই) সমাপনী কুচকাওয়াজও স্থগিত করা হয়। ২৬ নভেম্বর এসআইদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

৪০তম এসআই ক্যাডেট ব্যাচে মোট প্রশিক্ষণরত ছিলেন ৮২৩ জন। গত বছরের ৫ নভেম্বর তাদের প্রশিক্ষণ শুরু হয়। এদের প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল গত ৪ নভেম্বর। কিন্তু এখনও প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।

অতি সম্প্রতি তিন দফায় মোট ৩১৩ জন প্রশিক্ষণার্থী এসআইয়ের কাছে ব্যাখ্যা তলবের পর তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

তাদের বিরুদ্ধে নাশতা না খেয়ে মাঠে হইচই করা এবং প্রশিক্ষণ চলাকালে অমনোযোগী থাকার অভিযোগ আনা হয়। ব্যাখ্যা তলবের পর সন্তোষজনক জবাব দিতে না পারার কারণ দেখিয়ে গত ২১ অক্টোবর ২৫২ জন, ৪ নভেম্বর ৫৮ জন ও ১৮ নভেম্বর ৩ জন ক্যাডেট এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।