ঢাকা: চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একাত্তর সবার হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল।
সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় র্যালি শেষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
আরিফ সোহেল বলেন, আওয়ামী ফ্যাসিস্টরা একাত্তরের মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করেছিল। ‘২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আওয়ামী ফ্যাসিবাদের বাইরে গিয়ে মুক্তিযুদ্ধকে সর্বজনীন করতে সক্ষম হয়েছি। একাত্তর এখন আর কোনো ফ্যাসিস্ট বা কারো বাবার নয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরও বলেন, কোনো একটি সংগ্রামের মধ্য দিয়েই জাতির মুক্তি আসে না। ’৭৫ সালে বাকশাল তৈরি করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে কবর দেওয়া হয়েছিল। বিদেশি শক্তির আগ্রাসনের বিরোধিতা করে ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আমাদের অনেক মুক্তিযোদ্ধা বাকশালি শক্তির হাতে নিহত হন। তারা লড়াই করে গেছেন। আমরা তাদের উত্তরাধিকারী। এই লড়াই আমরা শেষ করব।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিফাত রশীদ বলেন, গুজরাটের কসাই মোদি আজ বলেছে, একাত্তর নাকি তাদের বিজয়। সে নিজে গণহত্যাকারী। দেশে আরেক গণহত্যাকারীকে জায়গা দিয়েছে।
সোমবার দুপর পৌনে ১২টায় শহীদ মিনার থেকে বিজয় র্যালি শুরু হয়। র্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে শাহবাগ ও সুপ্রিম কোর্ট এলাকা ঘুরে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।
বিজয় র্যালিতে ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে স্মরণ করা হয়। র্যালিতে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল কাশেম ফজলুল হক, মওলানা আব্দুল হামিদ খান ভাসানীরা ছবি রাখা হয়েছিল। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা র্যালিতে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
এফএইচ/এমজেএফ