ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে দুই ট্রাকের সংঘর্ষ, প্রাণ গেল একটির চালকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
বাগেরহাটে দুই ট্রাকের সংঘর্ষ, প্রাণ গেল একটির চালকের

বাগেরহাট: বাগেরহাটে দুই ট্রাকের সংঘর্ষে শামীম সরদার নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।  

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের গোডাউন আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

এসময় আহত হন আরেক ট্রাকের চালক। তার নাম জানা যায়নি। তাকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে।

নিহত শামীম সরদার মোড়েলগঞ্জ উপজেলার সিআরসি এলাকার রুস্তম সরদারের ছেলে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, সকালে গোডাউন আমতলা এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই একটির চালক শামীম নিহত হন। আহত হন অন্য ট্রাকের চালক। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বিঘ্নিত হয়। পরে ট্রাক দুটি রাস্তা থেকে সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।  

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।