ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশত হাসপাতালে চিকিৎসাসেবা নিতে এসেছেন সংঘর্ষে আহতরা

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলায় টাকা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ প্রায় অর্ধশত লোক আহত হয়েছেন।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলায় তেঘরিয়া ইউনিয়নের টঙ্গীরঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, টঙ্গীরঘাট মসজিদের তহবিলে থাকা ১২ লাখ টাকার ব্যাপারে শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে গ্রামবাসী বৈঠকে বসেন। সেখানে স্থানীয় কালা মিয়া ও তৈয়ব মিয়ার মধ্যে ঝগড়া হয়। পরে শনিবার সকালে এ দুজনের পক্ষ নিয়ে গ্রামের দুটি পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারীসহ উভয়পক্ষে প্রায় অর্ধশত লোক আহত হন। পরে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।  

সংঘর্ষে আহত অবস্থায় টেটাবিদ্ধ কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীরা হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।  

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবীর বাংলানিউজকে জানান, পুলিশ ঘটনাস্থলে দিয়ে সংঘর্ষকারীদের নিয়ন্ত্রণ করেছে। এ ব্যাপারে মামলা দায়েরর প্রক্রিয়া চলছে।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।