ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুর সদরে তিনটি বাল্কহেডসহ আটক ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
চাঁদপুর সদরে তিনটি বাল্কহেডসহ আটক ৯ এ নয়জনকে আটক করে কোস্টগার্ড

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার চেয়ারম্যান ঘাট এরাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু তোলার অভিযোগে নয়জনকে আটক করেছে কোস্টগার্ড। এসময় বালু বহনকারী তিনটি বাল্কহেড জব্দ করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চাঁদপুর কোস্টগার্ড স্টেশনের একটি দল মেঘনা নদীতে অবৈধ ড্রেজার এবং বাল্কহেড উচ্ছেদ অভিযান চালায়। অভিযানে তিনটি বাল্কহেডসহ নয়জনকে আটক করা হয়।

জব্দ করা তিনটি বাল্কহেড এবং আটক নয়জনকে পরে চাঁদপুর সদর নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে রোববার (২৯ ডিসেম্বর) আরেক অভিযানে মতলব উত্তর উপজেলার বেলতলি বাজার সংলগ্ন মেঘনা নদী থেকে দুটি ড্রেজার, একটি বাল্কহেডসহ ১৩ জনকে আটক করে কোস্টগার্ড।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।