নরসিংদী: নরসিংদীর পলাশ উপজেলায় এক রাতে আট দোকানে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ফুলেশ্বরী বাজার ও পাশে থাকা পেপার মিল এলাকায় এ ঘটনা ঘটে।
চুরির হওয়া ৮ দোকানের মধ্যে মাসুদ মাস্টার, এনাম, আক্কাছ আলী, মোতালেব ও মোবারকের মালিকানাধীন চারটি দোকান মালিকের নাম পাওয়া গিয়েছে।
পুলিশ ও দোকান মালিকরা জানান, সোমবার রাত ১২টা থেকে ১টার মধ্যে চোর চক্র ফুলেশ্বরী বাজারের মাসুদ মাস্টার, এনাম মিয়া, আক্কাছ আলী, মোবারক, মোতালেব ও পাশের পেপার মিল এলাকার আরও তিন দোকানের তালা কেটে মালামাল ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এর মধ্যে ল্যাপটপ, পানি সেচের বড় দুটি পাম্প ও নগদ টাকাসহ মুদি দোকানে মালামাল চুরি করে নিয়ে যায় চোর চক্র।
ফুলেশ্বরী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. বোরহান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরির ঘটনায় থানায় জানানো হয়েছে। এভাবে আট দোকানে এক রাতে চুরি হওয়ায় এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা বাজারের নিরাপত্তা চাই। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানাই।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
আরএ