ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় রিফাত হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরোহী মো. আমানউল্লাহ (৩১)।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভূরঘাটা বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত রিফাত হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুর গ্রামের বাবুল চৌধুরীর ছেলে।  

আমানুল্লাহ বড়জালিয়া ইউনিয়নের বাসিন্দা। গুরুত্বর আহত অবস্থায় তাকে কালকিনি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে ভূরঘাটা এলাকা অতিক্রম করছিল। একই সময় বিপরীত দিক থেকে রিফাত মোটরসাইকেল নিয়ে আসছিলেন। বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রিফাতও আমানউল্লাহ রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই রিফাতের মৃত্যু হয়।

এসব তথ্য নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, সাকুরা পরিবহন নামে বাসটির ধাক্কায় মোটরসাইকেল চালক রিফাতের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। আরোহী আমানুল্লাহ আহত। বাসটি আটক করা হয়েছে, আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।