মেহেরপুর: মেহেরপুরে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের মধ্যে গাংনী থানা পুলিশ একটি চুরির মামলায় তিনজন, আদালতের পরোয়ানাভুক্ত একজন এবং মুজিবনগর থানা পুলিশের অভিযানে একটি হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল থেকে শুক্রবার (৩ জানুয়ারি) ভোর পর্যন্ত জেলার গাংনী ওমুজিবনগর উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের পৃথক অভিযানে এ আটজন গ্রেপ্তার হন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ও মুজিবনগর থানার ওসি মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় পুলিশের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, বেলা ১১টার দিকে তাদের আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
জেএইচ