হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে গাড়ি দুটি খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর দেড়টায় উপজেলার সুতাং এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামুখী একতা পরিবহনের একটি বাস সিলেট থেকে ময়মনসিংহের উদ্দেশে যাচ্ছিল। পথে সুতাং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়ি দুটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের দুদিকের খাদে পড়ে যায়। এ সময় উভয় গাড়িতে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। পরে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বাংলানিউজকে জানান, গুরুতর আহত তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আর পা ভাঙা অবস্থায় বাসের হেলপার হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। বাসটির উদ্ধারকাজ চলমান রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৪
আরবি