বাগেরহাট: বাগেরহাট সদর উপজেলার গোবরদিয়া গ্রাম থেকে সাড়ে নয় কেজি গাঁজাসহ মো. কবির হাওলাদার (৩০) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছে থাকা কাপড়ের ব্যাগ থেকে সাড়ে নয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার অবৈধ বাজারমূল্য প্রায় ২ লাখ ৮৫ হাজার টাকা।
আটক কবির জেলার কচুয়া উপজেলার মাদারতলা গ্রামের মৃত জেহের আলী হাওলাদারের ছেলে।
বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গৌতম কুমার মণ্ডল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ওই গ্রামের মারিয়ার পল্লীর সামনে শফিকুল ইসলামের মুদি দোকানের দক্ষিণ পাশ থেকে নয় কেজি গাঁজাসহ কবিরকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
এসআরএস