সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ এলাকায় বাসের চাপায় ধনঞ্জয় মণ্ডল (৩০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী স্কুলশিক্ষকা বিজলী রানী মণ্ডল (২৮)।
সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে মুন্সিগঞ্জ-শ্যামনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
হতাহত শিক্ষক দম্পতি মুন্সিগঞ্জ এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, বিকেলে ধনঞ্জয় ও তার স্ত্রী বিজলী মোটরসাইকেলে করে মুন্সিগঞ্জ এলাকা অতিক্রম করছিলেন। এসময় একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ধনঞ্জয়। এ ঘটনায় তার স্ত্রী আহত হন।
স্থানীয় লোকজন আহত বিজলী রানীকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৫