ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

ইটিভির সম্প্রচার বন্ধ করা হয়নি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৫
ইটিভির সম্প্রচার বন্ধ করা হয়নি ফাইল ফটো

ঢাকা: একুশে টিভির (ইটিভি) সম্প্রচার বন্ধ করা হয়নি জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,একুশে টিভি দেখা যাচ্ছে না কেন তা খতিয়ে দেখা হবে।

পর্নোগ্রাফি আইনের একটি মামলায় ইটিভি চেয়ারম্যানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান ইনু।



মঙ্গলবার (০৬ জানুয়ারি) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তথ্যমন্ত্রী।

দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন ৫ জানুয়ারি থেকে দেশের বিভিন্ন স্থানে একুশে টিভি দেখা যাচ্ছে না।

গুলশান কার্যালয়ে ‘অবরুদ্ধ’ খালেদা জিয়াও দাবি করেন, একুশে টিভি বন্ধ করে দেওয়া হয়েছে।

একুশে টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে কি না- প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, সম্প্রচার বন্ধের বিষয়ে কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত নেই। এ ধরনের কোনো নির্দেশ দেওয়া হয়নি। কেন পাড়া-মহল্লায় একুশে টিভি দেখা যাচ্ছে না, তা খতিয়ে দেখতে পারি। তারাও এ বিষয়ে আমাদের কিছু বলেনি।

একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালামকে সোমবার (০৫ জানুয়ারি) রাতে আটক করে কার্যালয়ে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ।

‘একুশের চোখ’ অনুষ্ঠানে সম্প্রচার নিয়ে ক্যান্টনমেন্ট থানাধীন কানিজ ফাতেমা নামক একজনের ২৬ নভেম্বর দায়ের করা পর্নোগ্রাফির মামলায় আবদুস সালামকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, মামলার তদন্ত চলবে, আইন আইনের গতিতে চলবে।

প্রধান তথ্য কর্মকর্তা তছির আহমেদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।