কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মঞ্জুর আলম (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ইনানীর হারবাং হাইওয়ে রেস্টুরেন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মঞ্জুর আলম হারবাং নোনাছড়ি এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুতগামী একটি প্রাইভেটকার হারবাং হাইওয়ে রেস্টুরেন্ট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দোকানে ঢুকে পড়ে। এ সময় প্রাইভেটকারের ধাক্কায় দোকানে বসে থাকা মঞ্জুর মারা যান।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রাইভেটকারটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪