ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাভারে বরযাত্রীবাহী গাড়িতে ডাকাতি, আটক ২

সাভার থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
সাভারে বরযাত্রীবাহী গাড়িতে ডাকাতি, আটক ২

সাভার: সাভারের কলমা এলাকায় বিয়ের বরযাত্রী গাড়ি বহরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের হামলায় তিন বরযাত্রী আহত হয়েছেন।



অপরদিকে, পালিয়ে যাওয়ার সময় দুই ডাকাতকে আটক করতে সক্ষম হয়েছেন এলাকাবাসী।

শুক্রবার (০৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরযাত্রী কনেকে নিয়ে ফেরার পথে সাভারের কলমা এলাকায় এলে আগে থেকেই ওঁৎপেতে থাকা ডাকাত দল রাস্তায় ব্যারিকেড দিয়ে তিনটি গাড়িতে ওঠে। এ সময় তারা অস্ত্র ঠেকিয়ে ডাকাতির চেষ্টা করে।

তারা নারী যাত্রীদের কাছ থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করার চেষ্টা কারে। বাধা দিলে তাদের কুপিয়ে ডাকাতেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু স্থানীয়রা দুই ডাকাত ধাওয়া দিয়ে ধরে ফেলেন।

সন্ধ্যায় বরযাত্রী বাসে ডাকাতি হওয়ার বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন বাংলানিউজকে জানান, বরযাত্রী বাসে ডাকাতির হওয়ার ঘটনা তাদের জানা নেই। তবে কলমা এলাকায় খোঁজ-খবর নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২২৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।