ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে দুলুসহ ৫শতাধিক বিএনপি-জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
লালমনিরহাটে দুলুসহ ৫শতাধিক বিএনপি-জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

লালমনিরহাট: সড়ক অবরোধ করে গাড়ি ভাংচুরের অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ বিএনপি জামায়াতের পাঁচ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে লালমনিরহাট সদর থানায় মামলাটি দায়ের করেন ওই থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর ইকবাল।



লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম মাহফুজুর রহমান বাংলানিউজকে জানান, ৬ জানুযারি সদর উপজেলার মহেন্দ্রনগরে ও বড়বাড়ি ইউনিয়নের শিমুলতলা এলাকায় নারী শিশুদের দিয়ে লালমনিরহাট কুড়িগ্রাম আঞ্চলিক সড়ক ও রংপুর কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন আসামিরা। এ সময় সড়ক অবরোধ করে সর্বসাধারণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়ি ভাংচুর করা হয়।

এ ঘটনায় শুক্রবার রাতে সদর থানায় বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক লালমনিরহাট জেলা বিএনপি’র সভাপতি সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ ৪৫ জনের নাম ও অজ্ঞাতনামা আরো ৫শতাধিক বিএনপি জামায়াতে নেতাকর্মীর নামে দ্রুত বিচার আইনে মামলা করেন উপ-পরিদর্শক জাফর ইকবাল।  

মামলায় দুলুকে প্রধান আসামি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার বাদি উপ পরিদর্শক জাফর ইকবাল।

লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার আদিবুল ইসলাম বাংলানিউজকে মামলার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময় : ০৫৫২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।