ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
গাজীপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) ভোরে গাজীপুর মহানগরের কোনাবাড়ি শিল্পাঞ্চলের কাদির মার্কেট পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।



নিহতের নাম আনোয়ারা বেগম (৪০)। আটক স্বামীর নাম আইনাল হক (৫০)। তাদের দু’টি সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এক সন্তান নিয়ে আইনাল একরুমে ভাড়া থাকতেন। পাশেই এক রুমে আরেক সন্তান নিয়ে থাকতেন স্ত্রী আনোয়ারা। শুক্রবার (০৯ জানুয়ারি) দিনগত মধ্যরাত ১টার দিকে হঠাৎ আনোয়ারা বেগমের রুমে আগুন ধরে উঠে। এসময় আশপাশের লোকজন ঘরের জানালা ভেঙে অগ্নিদগ্ধ অবস্থায় আনোয়ারাকে উদ্ধার করেন।

খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনেন।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ৬টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় জড়িত সন্দেহে আনোয়ারা বেগমের স্বামী আইনাল হককে আটক করেছে পুলিশ।

আইনাল হকের ভাগিনা সোহেল রানা জানান, অসুস্থতার কারণে মামী একাই এক রুমে থাকতেন। মামা থাকতেন পাশের রুমে।

বাড়ির ভাড়াটিয়া বিউটি পার্লার কর্মী শাহনাজ আক্তার বৃষ্টি (১৯) বাংলানিউজকে জানান, আনোয়ারা ও আইনাল দ্বিতীয় দাম্পত্য জীবন অতিবাহিত করছিলেন।

কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, আনোয়ারার বাবার বাড়ির লোকজনের মৌখিক অভিযোগের ভিত্তিতে আইনাল হককে আটক করা হয়েছে। এ ঘটনায় তিনি জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।