ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চট্টগ্রামগামী মহানগর গোধূলীর যাত্রা বাতিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
চট্টগ্রামগামী মহানগর গোধূলীর যাত্রা বাতিল ছবি :জিএম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কমলাপুর রেলস্টেশন থেকে: চট্টগ্রামগামী মহানগর গোধূলীর যাত্রা বাতিল করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে ট্রেনটি রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও, নাশকতার কারণে যাত্রা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।



এছাড়া চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর প্রভাতীর যাত্রাও বাতিল করেছে পূর্বাঞ্চল রেলওয়ে।

কমলাপুর রেলস্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন ট্রেন যাত্রা বাতিলের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কুমিল্লার নাঙ্গলকোটে রেললাইন কেটে ফেলায় ট্রেন লাইনচ্যুত হওয়ায় মহানগর প্রভাতী ঢাকায় আসতে পারেনি। সকালের মহানগর প্রভাতী বিকেলে ঢাকা থেকে মহানগর গোধূলী হয়ে চট্টগ্রাম যায়। যেহেতু ট্রেনটি আসতে পারেনি তাই কমলাপুর থেকে ছেড়েও যাবে না।

রেলওয়ের কর্মকর্তারা জানান, বিকল্প ট্রেন না থাকায় মহানগর গোধূলীর বদলে অন্য ট্রেনও পাঠানো সম্ভব হচ্ছে না।

বিএনপি-জামায়াত জোটের লাগাতার অবরোধে চলাকালে শনিবার ভোরে কুমিল্লার নাঙ্গলকোটে রেললাইন কেটে ফেলায় একটি ট্রেন লাইনচ্যুত হয়।

ভোর পৌনে ৫টার দিকে নাঙ্গলকোট রেল স্টেশনের পাশে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে কর্মকর্তারা জানিয়েছেন।

তবে ঘটনার পর থেকে প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকে ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ।

শনিবার ভোরে কোনো এক সময় দুর্বৃত্তরা স্টেশনের পাশে তিন ফুটের মতো রেললাইন কেটে ফেলে। এর ফলে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর গোধূলী এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়।

লাইনচ্যুত বগি ও ইঞ্জিন উদ্ধার এবং লাইন মেরামতের পর বেলা পৌনে ১১টার দিকে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
 
** সকালের ট্রেন মধ্যরাতে

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।