ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাশকতাকারীদের বিচারের আওতায় আনা হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
নাশকতাকারীদের বিচারের আওতায় আনা হবে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধে নাশকতাকারীদের বিচারের আওতায় আনা বলে বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

রোববার (১১ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া যশোরের বাসের হেলপার মুরাদ ও ফকিরাপুলে দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।



শাজাহান খান বলেন, যশোরে ঘুমন্ত অবস্থায় বাসের হেলপারকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। যারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে। শিগগরিই এসব ঘটনায় সারা বাংলার মানুষ প্রতিরোধ গড়ে তুলবে।

এর আগে তিনি ময়মনসিংহের ব্যাটারি চালিত অটোবাইকের চালক দগ্ধ সিদ্দিকুর রহমান ও মগবাজারে দগ্ধ প্রাইভেটকার চালক আবুল কালামের খোঁজ নেন তিনি। এরপর তিনি ঢামেক জরুরি বিভাগের অবজারবেশন বিভাগে ফকিরাপুলে সড়ক দুর্ঘটনায় আহত নারী পুলিশ সদস্যদের দেখতে যান।

নৌমন্ত্রী জানান, ২০১৩ সালে পরিবহন সেক্টরের ৫৫ জন চালক ও হেলপারকে কুপিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল।

যশোর নিউমার্কেট এলাকায় পার্কিং করা মিনিবাসে দৃর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ বাসটির হেলপার মুরাদ হোসেন মোল্লা (২০) ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে রাজধানীর ফকিরাপুল মোড়ে রোববার সকালে নারী পুলিশ বহনকারী বাস ও ট্রাকের সংঘর্ষে দুই নারী পুলিশ নিহত হন। এছাড়া আহত হয়েছেন আরো ২৬ জন নারী পুলিশ।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।