ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শেরপুরে ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় মামলা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
শেরপুরে ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় মামলা

শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুরে আলুবোঝাই ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মিলন ও শাহবন্দেগী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম ওরফে নিগ্রো সালামকে আসামি করে পৃথক মামলা দায়ের করেছেন ক্ষতিগ্রস্থ ট্রাক(ঢাকা মেট্রো ট-১৬-২৫৩৯) চালক শাহ আলম।



রোববার (১১ জানুয়ারি) শেরপুর থানায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-২২ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাররা বাংলানিউজকে জানান, শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ভবানীপুর ইউনিয়নের ছোনকার ইটালি গ্রামে উল্লেখিত আসামিদের নেতৃত্বে আলুবোঝাই ট্রাকে (ঢাকা মেট্রো ট-১৬-২৫৩৯) আগুন দেওয়া হয়।

এ মামলার প্রধান আসামি শাহবন্দেগী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম ওরফে নিগ্রো সালামকে গ্রেফতার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।