ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাংনীতে বালু উত্তোলনের দায়ে ৫৮ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
গাংনীতে বালু উত্তোলনের দায়ে ৫৮ হাজার টাকা জরিমানা (বাঁ থেকে উপরে) স্বপন হোসেন

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর এলাকায় মাথাভাঙ্গা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৫৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মূখ্য বিচারক ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল আমিন স্থানীয় পুলিশের সহায়তায় কাজীপুর গ্রামের মাথাভাঙ্গা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালুর মালিক স্বপন হোসেনকে আটক করে ৫৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।



মূখ্য বিচারক আবুল আমিন বাংলানিউজকে জানান, বালু মহল ও মাটি রক্ষা আইন ২০০৯ সালের ১৫ ধারা অনুযায়ী বালুর মালিক স্বপন হোসেনকে দোষী সাব্যস্ত করে ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্বপন হোসেন কাজীপুর গ্রামের মহসিন আলীর ছেলে।

স্থানীয়রা জানান, স্বপন নিজেকে ক্ষমতাশীন দলের লোক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে মাথাভাঙ্গা নদীর ব্রিজের পশ্চিম পাশে ড্রেজিং মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের ফলে নদীর দু’পাশে ফসলি জমি ছাড়াও স্থানীয়দের ঘরবাড়ি নদী গর্ভে বিলিন হওয়ার উপক্রম হয়েছে।

বিভিন্ন পত্রিকায় লেখা-লেখির কারণে গাংনী ইউএনও আবুল আমিন  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় স্বপনকে ৫৮ হাজার টাকা জরিমানা ও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজিং মেশিনটি জব্দ করা হয়।

এর আগে ২০১৪ সালের ১৯ জানুয়ারি মাথাভাঙ্গা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে স্বপন হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছিলেন মূখ্য বিচারিক হাকীম ও তৎকালিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুস সালাম।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।