ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু, আহত ৮

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
রূপগঞ্জে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু, আহত ৮

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় নসিমন উল্টে আল-আমিন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো আট জন।

 
 
রোববার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের উপজেলার দাউদপুর ইউনিয়নের পলখান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  
 
নিহত আল-আমিন  নরসিংদী জেলার মাধবদী শান্তিবাজার এলাকার মোক্তার আলীর ছেলে।  
 
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) তছলিম উদ্দিন বাংলানিউজকে জানান, বিকেলে গাজীপুরগামী একটি সিমেন্টবাহী ট্রাক যাত্রীবাহী নসিমনকে চাপা দেয়। এতে নসিমনটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই আল-আমিনের মৃত্যু হয়।  
 
টঙ্গী থেকে নরসিংদী মধাবদী শান্তিবাজার এলাকায় ফেরার পথে নসিমনটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে বলে জানান এসআই।
 
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।