ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ৬শ’ বোতল ফেনসিডিল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
চাঁপাইনবাবগঞ্জে ৬শ’ বোতল ফেনসিডিল উদ্ধার ছবি: ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এলাকা থেকে ৬শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

যার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

রোববার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এগুলো উদ্ধার করা হয়।

বিজিবি বাংলানিউজকে জানায়, গোপন সংবাদ পেয়ে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে বিজিবির একটি টহল দল সোনামসজিদ এলাকার দারাজ মসজিদের পশ্চিম পাশে আগে থেকে ওৎ পেতে থাকে। এসময় দুই ব্যক্তি দু’টি বস্তায় করে ফেনসিডিলগুলো নিয়ে আসার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তা দু’টি ফেলে পালিয়ে যায়। পরে   বিজিবি সদস্যরা বস্তা দু’টোর ভেতর থেকে ৬শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

উদ্ধারকৃত ফেনসিডিলগুলো শিবগঞ্জ থানায় জমা দেওয়া হবে।

৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-পরিচালক মো. মোসলেহ উদ্দিন বাংলানিউজকে এর সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।