ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে ২ মাদকসেবীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
কক্সবাজারে ২ মাদকসেবীর কারাদণ্ড

কক্সবাজার: কক্সবাজারে শহরে ২ মাদকসেবীকে ৬ মাসের  কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার  বিকেল সাড়ে ৩টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক রাসেল এ আদেশ দেন।



কারাদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- শহরের কলাতলী রোড়ের লাইট হাউজ এলাকার সৈকত পাড়ার সোহরাব হোসেনের ছেলে শফিকুল ইসলাম ও কালুর দোকান এলাকার মৃত হাজী জালালের ছেলে রাশেদ।

পুলিশ জানায়, রোববার ভোর সাড়ে ৪টার দিকে মদ খেয়ে চিৎকার ও ঝগড়া করার সময় হলিড়ের মোড় থেকে তাদের আটক করে শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (টিএসআই) সোলায়মান।  

এ সময় তাদের কাছ থেকে প্রায় এক লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। তাৎক্ষনিক মাদকসেবীদের সরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসক সনদ নেওয়া হয়।
 
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম বাংলানিউজকে জানান, উদ্ধার করা আলামত ও চিকিৎসক সনদ ভ্রাম্যমাণ আদালত আমলে নিয়ে তাদের ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।