ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মানববন্ধনে ওবামাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
মানববন্ধনে ওবামাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ ছবি: সায়মন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে মানববন্ধনের মধ্যদিয়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক লীগ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।



মানববন্ধনে সভাপতিত্ব করেন- ন্যাপ ভাষানীর চেয়ারম্যন মোসতাক আহমেদ ভাষানী। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল।

মানববন্ধনে বক্তারা বলেন, কিছুদিন পরেই ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তার সঙ্গে আসছেন সিনেটর এডওয়ার্ড ট্রেড কেনিডি ও জন হেরিসন।

বক্তারা বলেন, বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘ দিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাই আমরা চাই এই সফরে বারাক ওবামা, ট্রেড কেনিডি ও জন হেরিসন বাংলাদেশ সফর করে যাক। এই সফরে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো ভালো হবে বলে আশা করছি।

এই বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিলে তা ‍ ভবিষ্যতের জন্য কল্যাণকর
হবে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।