ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে আটক এমভি পারাবত ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
বরিশালে আটক এমভি পারাবত ৯ ফাইল ফটো

বরিশাল: বরিশাল-ঢাকা নৌরুটে চাঁদপুরের কাছে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় পারাবত ৯ লঞ্চকে আটক করেছে পুলিশ।

যাত্রীবোঝাই লঞ্চটি মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে বরিশাল লঞ্চঘাটে পৌঁছালে পুলিশ লঞ্চটি আটক করে তাদের হেফাজতে নেয়।

তবে লঞ্চের সব স্টাফরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বরিশাল নৌ-বন্দর ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম বলেন, চাঁদপুরের কাছে মেঘনা নদীতে এমভি পারাপত-৯ লঞ্চের ধাক্কায় ঢাকাগামী এমভি সুন্দরবন-৮ লঞ্চের তিন যাত্রী নিহত ও ১২ জন আহত হয়।

সকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লঞ্চটিকে বরিশাল লঞ্চঘাটে আটক করা পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় লঞ্চ পরিচালনাকারী কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

সোমবার দিনগত রাত ২টার দিকে চাঁদপুরের মেঘনা নদীতে দু’টি লঞ্চের মধ্যে সংঘর্ষে ছয় বছরের এক শিশুসহ দুই নারী নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন ১২ জন।

নিহতরা হলেন, শাকিল (৬), সাহানা বেগম  (৫০) ও রুপা বেগম (২৭)। তাদের সবার বাড়ি বরিশাল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। তারা ঢাকার লালবাগ এলাকায় বসবাস করেন। পারিবারিক একটি অনুষ্ঠান শেষে পরিবারের সদস্যদের নিয়ে সবাই লঞ্চে করে ঢাকায় ফিরছিলেন।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।