ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অবরোধে স্বাভাবিক যাত্রাবাড়ী-সায়েদাবাদ এলাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
অবরোধে স্বাভাবিক যাত্রাবাড়ী-সায়েদাবাদ এলাকা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চলমান অবরোধের অষ্টম দিনেও রাজধানীর জুরাইন-ধোলাইপাড়-যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকার চিত্র রয়েছে স্বাভাবিক। অন্য দিনের মতোই সড়কে প্রচুর গণপরিবহন ও সাধারণ মানুষকে চলাচল করতে দেখা যাচ্ছে।



মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল থেকে এসব এলাকা সরেজমিনে ঘুরে পাওয়া গেছে এ চিত্র।

অন্য দিনের মতোই সকালে এসব এলাকায় অফিসগামী মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। অন্যদিকে, গণপরিবহনগুলোর চলাচলও ছিল চোখে পড়ার মতো। রাস্তায় প্রচুর সংখ্যক রিকশা ও সিএনজিচালিত অটোরিকশাও চলাচল করছে।

রিকশা চালক মোহাম্মদ সোলেমান অবরোধের বিষয়ে কথা বলতে গিয়ে বাংলানিউজকে বলেন, মতিঝিল থেকে এইমাত্র একজন যাত্রী নিয়ে যাত্রাবাড়ী এসেছি। রাস্তায় কোথাও কোনো ধরনের সমস্যা হয়নি।

সোলেমান জানান, এখন তো হরতালই মানুষ মানে না অবরোধ কি মানবে।

অবরোধে রাস্তায় বের হতে ভয় করে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষ যদি বের না হতো তাহলে ভয় করতো। কিন্তু রাস্তায় তো প্রচুর মানুষ চলাচল করছে, গাড়িরও অভাব নেই।

মোড়ে মোড়ে পুলিশ রয়েছে তাই ভয় লাগে না উল্লেখ করে সোলেমান বলেন, তবে সতর্ক থাকতে হয় আর কি।

জুরাইনে অবরোধের দায়িত্বপালনরত পুলিশের উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ অপূর্ব হাসান বাংলানিউজকে বলেন, সকাল পৌনে ৬টা থেকে দায়িত্ব পালন করছি। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

অবরোধে বিষয়ে কথা বলতে গিয়ে যাত্রাবাড়ী এলাকায় কর্তব্যরত সার্জেন্ট (ট্রাফিক পূর্ব) নবীর হোসেন বাংলানিউজকে বলেন,  হরতাল-অবরোধ এগুলো এখন আর মানুষ মানতে চায় না। গণপরিহন ও সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই চলাচল করছে।

এছাড়া রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা  সায়েদাবাদের পরিস্থিতিও ছিল স্বাভাবিক। সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।   সায়দাবাদ বাস টার্মিনাল এলাকার আশপাশে পুলিশ মোতায়েন রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।