ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢাবির সমাবর্তনকালে কলাভবনে ককটেল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
ঢাবির সমাবর্তনকালে কলাভবনে ককটেল ছবি: প্রতীকী

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন চলাকালে কলাভবন থেকে ছয়টি ককটেল উদ্ধার হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসময় উপস্থিত ছিলেন এর চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।



মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে ককটেলগুলো পরিত্যাক্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে মহানগর গোয়েন্দা পুলিশের বোম ডিসপোজাল টিম এসে সেগুলো উদ্ধার ও নিষ্ক্রিয় করে।

শাহবাগ থানার এসআই সুব্রত কুমার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
 
তিনি জানান দুপুরের ঠিক আগে কলা ভবনের নিচ তলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের টয়লেটে পরিত্যক্ত অবস্থায় চারটি ‘ককটেল’ পাওয়া যায়।

তিনি জানান, ককটেল সদৃশ বস্তু দেখে শিক্ষার্থীরা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো শনাক্ত করা হয়।
 
এ ঘটনায় ঢাবি ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান এস আই সুব্রত কুমার।  
 
মঙ্গলবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তন অনুষ্ঠান চলছে। শিক্ষার্থীদের আনন্দ-হৈ-হল্লায় মুখরিত হয়ে রয়েছে ক্যাম্পাস।

বাংলাদেশ সময় ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।