ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাবুল হত্যার বিচারসহ আদিবাসীদের সাত দফা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
বাবুল হত্যার বিচারসহ আদিবাসীদের সাত দফা ছবি: জাহিদ সায়মন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আদিবাসী বাবুল হেম্ব্রমের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনাসহ সাত দফা দাবি জানিয়েছে আদিবাসীদের কয়েকটি সংগঠন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে এগারটায় রাজধানীর প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।



মানববন্ধনে উপস্থিত ছিলেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, আদিবাসী সংগঠক দীপায়ন খাসী, বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক অলীক মৃ, গারো স্টুডেন্ট ইউনিয়নের ঢাকা মহানগর শাখার সভাপতি টুটুল চাম্বুগং প্রমুখ।

এ সময় আদিবাসীদের পক্ষে ছাত্রনেতারা তাদের বক্তব্যে বলেন, আদিবাসী হত্যা, খুন, ধর্ষণের শিকার হওয়া নিত্ত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গত ৯ জানুয়ারি রাজশাহীর তানোর উপজেলার ময়েনপুর গ্রামের বাবুল হেম্ব্রমকে নৃসংশভাবে হত্যা করা হয়। এর আগে ২৫ ডিসেম্বরের মধ্যে ২ লাখ টাকা চাঁদা দাবি করে বাবুলদের বাড়িতে বেনামি চিঠি পাঠানো হয়।

দাবিকৃত টাকা না দেওয়ায় ৯ জানুয়ারি তাকে হত্যা করা হয়। কিন্তু এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে, বলেন বক্তারা।

এ সময় আদিবাসী নেতারা সাত দফা দাবি জানান। দাবিগুলো হলো- বাবুলের হত্যাকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনা, ভূমি কমিশন গঠন, বিচিত্রা তির্কিকে ধর্ষণকারীদের বিচার, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়া, পার্বত্য জেলা পরিষদ আইন ২০১৪ বাতিল, আদিবাসীদের হত্যা বন্ধ ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি ১৯৯৭ বাস্তবায়ন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।