ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে বয়লার চাপায় শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
মুন্সীগঞ্জে বয়লার চাপায় শ্রমিকের মৃত্যু

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের বিনোদপুর এলাকায় মাতৃ অটো রাইস মিলের বয়লার  চাপায় শামিম (১৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



শামিম রংপুর জেলার উলিপুরের মধুপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। সে  মাতৃ অটো রাইস মিলে কাজ করতো।

জানা গেছে, মঙ্গলবার সকালে শামিম কাজ করছিল। এসময় বয়লারের চাপলারের (যন্ত্রাংশ) নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শামিমের।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইমারত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।