ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে পিকআপ থেঁতলে দিলো বৃদ্ধের মাথা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
রাজধানীতে পিকআপ থেঁতলে দিলো বৃদ্ধের মাথা ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর প্রগতী সরণীতে পিকআপ ভ্যানে মাথা থেঁতলে নিহত হলেন এক বৃদ্ধ। মঙ্গলবার দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের একজন বাংলানিউজকে জানান, রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানটি চাপা দেয় এই বৃদ্ধকে। সরণীর সুবাস্তু নজরভ্যালির সামনে এ দূর্ঘটনা ঘটে।

অজ্ঞাত পরিচয় ব্যক্তিটির বয়স ৫৫ থেকে ৬০ এর মধ্যে হবে বলেই জানান ওই প্রত্যক্ষদর্শী। ঘটনাস্থলেই তিনি নিহত হন।

গুলশান থানার অপারেশন অফিসার শেখ সোহেল রানা বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।

এদিকে, অপর একটি পুলিশ সূত্র জানিয়েছে, পিকআপ ভ্যানটি লিংক রোডের কাছে পৌঁছানোর পর আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময় ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪

** কালিহাতিতে তেলবাহী লরি-ট্যাক্সিক্যাব সংর্ঘষে নিহত ৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।