ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বুধবার পাবনায় সকাল-সন্ধ্যা হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
বুধবার পাবনায় সকাল-সন্ধ্যা হরতাল ছবি: প্রতীকী

পাবনা: পাবনা জেলা জামায়াতের আমির মওলানা আব্দুর রহিমসহ জেলা জামায়াতের শীর্ষ ৩ নেতাকে গ্রেফতারের প্রতিবাদে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ২০দলীয় জোট।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ২০দলীয় জোটের সদস্য সচিব অধ্যাপক রেজাউল করিম বাংলানিউজকে হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন।



তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব এবং পাবনা জেলা জামায়াতের আমিরকে গ্রেফতারের প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল আহ্বান করা হয়েছে।

এদিকে ২০দলীয় জোটের ডাকা বুধবারের হরতালের সমর্থনে শহরে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।